অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ চটগ্রামের পটিয়া উপজেলার ঐতির্য্যবাহী বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের আয়োজনে গতকাল শুক্রবার (১৪ই জুন)বিকেলে ট্রাস্টের কনফারেন্স হল প্রাঙ্গনে ঐতিহাসিক পটিয়ার ধলঘাট যুদ্ধ দিবস উপলক্ষে বিপ্লবীদের স্মরনে স্মৃতি সমাধীতে শ্রদ্ধা নিবেদন,
চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
এ সভা শুরুর পূর্ব মুহুর্তে বিপ্লবী মাতা সাবিত্রী দেবী,শহীদ অপূর্ব সেন(ভোলা),বিপ্লবী রামকৃষ্ণ চক্রবর্তী ও শহীদ নির্মল সেন স্মরনে স্মৃতি সমাধিতে বিনম্ব্র শ্রদ্ধান্জলী প্রধান করেন প্রীতিলতা ট্রাস্ট নেতৃবৃন্দরা।
এতে আলোচন সভায় প্রধান অতিথি চট্টগ্রাম ১২ পটিয়া আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন ধলঘাট ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বাবু রনবীর ঘোষ টুটুন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার প্রণব কুমার চৌধুরী।
ট্রাস্টের প্রতিষ্টাতা সভাপতি বাবু পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে এবং উপজেলা আঃমীলীগের সদস্য ও ট্রাস্টি শিক্ষক প্রবোদ রায় চন্দন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি জনাব এস এম সফি,এ্যাডভোকেট জসীম উদ্দিন, প্রীতিলতা ট্রাস্টের বিশ্বজিৎ দেব,ইউ পি সদস্য আবু সায়েদ মল্ল,জুয়েল নাথ,মলয় সেনগুপ্ত,রনধীর চক্রবর্তী,শহীদুল ইসলাম,অসিত দাশ,মহিলা ইউ পি সদস্যা রিংকী দেব,সীমা ভট্টাচার্য, দেবাশীষ দে বাবু,অনুজ বড়ুয়া, নাজমুল সাকের সিদ্দিকী,সাব্বির আহমেদ,রিটন বড়ুয়া,শিবু দেব, শিবলু বড়ুয়া,উপজেলা স্বেচ্ছাসেবকলী নেতা দেবাশীষ দে বাবু,মহিউদ্দিন মল্ল সহ প্রীতিলতা ট্রাস্টের সকল সদস্য এবং এলাকার জনসাধারন বৃন্দ।