চাটগাঁইয়্যা নওজোয়ানের উদ্যোগে বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তী আইয়ুব বাচ্চু’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ও সংগঠনের প্রয়াত দুইজন সদস্য সাফাত-টুটুলের স্মরণানুষ্ঠান আজ ১৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি জামাল আহমেদ এর সভাপতিত্বে মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন জ্যাকব ডায়েস, মোহাম্মদ আলী, মইনুদ্দিন আহমেদ, সাংবাদিক কামাল উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম, ডা. রকিব উল্লাহ, ইকবাল হায়দার, জসীমউদ্দীন চৌধুরী, জাফর ইকবাল , আবু তাহের চৌধুরী ও সংগঠনের সদস্য বৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল হাসান সোহেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মিসকিন শাহ জামে মসজিদের পেশ ইমাম মওলানা আবুল কাসেম। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।