1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বোয়ালখালীতে  বিক্ষোভ মিছিল সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে স্বপ্নযাত্রীর ঈদ উপহার বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাউল) বিতরণঃ বোয়ালখালীতে দুই লবণ কারখানাকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা ২৪ ঘন্টায় চট্টগ্রামে গ্রেফতার আরও ৩৮ আ.লীগ নেতাকর্মী বোয়ালখালীতে ছিনতাই ও প্রতারণার ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ জনগণ আতঙ্কে বোয়ালখালীতে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে চাল বিতরণ এপেক্স ক্লাব অব বার আউলিয়ার রমজানের সেবা কার্যক্রম পটিয়ায় হজরত এবাদুল্লাহ শাহ (রহঃ) ওরশ শরীফের ব্যাপক প্রস্তুতি।। বর্ণাঢ্য শোভাযাত্রা পটিয়াএ কেলিশহরে বিএনপির ইফতার মাহফিলে ইদ্রিস মিয়া::দলের মধ্যে গ্রুপিং করবে না ঐক্যবদ্ধ হয়ে বিএনপি’কে ক্ষমতাই আনতে হবে।

ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবীতে গাইবান্ধা বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম কবির,

বিশেষ প্রতিনিধিঃ

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং অব্যাহত নারী ও শিশু ধর্ষণ- নিপীড়নে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিলে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে গাইবান্ধা পৌর শহর।

এ মিছিল থেকে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতসহ ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী বক্তব্য বন্ধের জোর দাবি জানানো হয়।

‘জাগো গাইবান্ধা’র ব্যানারে ১১ই মার্চ মঙ্গলবার গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে নারী-শিশু নিপীড়ন, ধর্ষণ এবং নারী বিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে মুহুর্মুহু স্লোগান দেয়া হয়।

এর আগে এই বিক্ষোভ সমাবেশ উদ্বোধন করেন,শিক্ষাবিদ সাহিত্যিক মাজহার উল মান্নান। সিপিবি নারী শাখার মিতা হাসানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ক্রীড়া ব্যক্তিত্ব পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেলসহ বিভিন্ন নারী সংগঠনের পক্ষে মহিলা পরিষদের রিকতু প্রসাদ,জাতীয় নারী জোটের শিরিন আকতার লিজা,দুর্বার নারী উন্নয়ন নেটওয়ার্কের মাজেদা খাতুন কল্পনা, আইস নাট্য সংস্থার শাহনাজ আমিন মুন্নী,উদীচীর শিরিন আকতার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ইসরাত জাহান লিপি,অবলম্বনের মাজেদা আকতার রুনু,নারী মুক্তি কেন্দ্রের নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীমা আফরোজ,নারী আন্দোলনের অধ্যাপক রোকেয়া খাতুন,ছাত্র ইউনিয়নের মৈত্রেয় হাসান জয়িতা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,একের পর এক ধর্ষণ ঘটছে,গণঅভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য ভূমিকা থাকলেও পরবর্তীতে নানাভাবে নারীদের হেনস্থা করা হচ্ছে। অবিলম্বে সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট