নিজস্ব সংবাদদাতা :
বোয়ালখালী থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের নির্বিঘ্নে যাতায়াত ও পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে বোয়ালখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিচালনা ও তত্ত্বাবধানে ৪ দিনব্যাপী ৫ম বারের মত ফ্রি বাস সার্ভিস ব্যবস্থা করা হয়েছে।
গতকাল শনিবার সকাল ৭টায় প্রধান অতিথি হিসেবে সর্বশেষ দিনের ফ্রি বাস সার্ভিসের উদ্বোধন করেন বোয়ালখালীর কৃতি সন্তান ও জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কুমার চৌধুরী।
উদ্বোধনকালে তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই এ সংগঠন পরীক্ষার্থীদের জন্য যে ফ্রি বাস তা একটি স্মার্ট নাগরিকের কাজ। যা বোয়ালখালীকে স্মার্ট বোয়ালখালী তৈরিতে মুখ্য ভূমিকা রাখবে।
কর্ণফুলীর ফেরী ও ফেরীঘাটের যানজটের দুর্ভোগ ছাড়া নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরীক্ষার্থীরা।
বিভিন্ন ইউনিটের ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের উপজেলা থেকে বিশ্ববিদ্যালয় ও পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয় থেকে বোয়ালখালীতে নির্বিঘ্নে যাতায়াত সুবিধা জন্য এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ফজলুল কাদের, সাধারণ সম্পাদক কফিল উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগণ।
এছাড়া গত ২, ৮ এবং ৯ তারিখ যথাক্রমে ক, খ এবং গ ইউনিটের পরীক্ষা চলাকালীনও বাস সার্ভিস অব্যাহত ছিল।