1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
“পরিবারের চার ভাই সকলেই হলেন সিআইপি” প্রবাসে সবজি চাষে পটিয়ার  নাজিম উদ্দিনের সফলতা।  -আলমগীর আলম। কবি ইকবাল ও বাহাদুর শাহ জাফরের জাগ্রত চেতনায় সাহিত্য-দর্শনের উন্মেষ মাওলানা আবু নাছের জিলানীর মুক্তির দাবিতে কধুরখীল মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ গণসংযোগ রূপ নিয়েছে গণ-সমাবেশে শফিকুল ইসলাম রাহী’র লিফলেট বিতরণ বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক যুবক চট্টগ্রাম-১৪ আসনে চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বিএনপির প্রার্থী হতে চায় এড. নাজিম উদ্দীন চৌধুরী বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টের সদস্য অ্যাবিগেল বয়েড। ঢাকায় এভারগ্রীন ৯৪ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলা অনুষ্ঠিত অসহায় ক্যান্সার রোগীর উন্নত চিকিৎসার দায়িত্ব নিলো প্রয়াস বোয়ালখালীতে আমন ধানের নমুনা শস্য কর্তন ও মাঠ পরিদর্শন

বোয়ালখালী সারোয়াতলীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে এবং সন্ত্রাস, চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রাম বোয়ালখালীতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের উত্তর কঞ্জুরীতে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত  হয়।

সারোয়াতলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলের সম্মিলিত উদ্যােগে আয়োজিত এ সমাবেশ সভাপতিত্ব করেন মো.মনজুর সওদাগর। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য আজিজুল হক চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. শওকত আলম।

উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আতিক উল্লাহ অনুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, সহ-সভাপতি এম জসিম উদ্দীন মেম্বার, বিএনপি নেতা মো: আবুল হাশেম, এম এ মঞ্জুর, মো. জাগের হোসেন ও আজাদ খান।
বক্তব্য রাখেন যুবদল নেতা আবদুল আলম নিরব, শহীদুল আলম শহীদ, মো.আরিফ, জসিম উদ্দিন, আবু ছালেক সায়েম, বিএনপি নেতা মো. নজরুল, আবু আকতার, লোকমান, ফোরকান আলম, মো.রিয়াদ, কামরুল ইসলাম লিটন, মো.জাফর, সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর ও ছাত্রনেতা হায়দার হিরু।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজিজুল হক চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদ মুক্ত দেশ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে। আওয়ামী সন্ত্রাস,  চাঁদাবাজ, দখলদার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এদেশের গণতন্ত্রের দল বিএনপির উপর গণ মানুষের আস্থা রয়েছে। একটি গোষ্ঠী আজ বিএনপির বিরুদ্ধে কথা বলছে, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে ষড়যন্ত্র শুরু করেছে।

শুরুতে কোরআন তেলওয়াত করেন হাফেজ মাওলানা আমানত উল্লাহ। এরপর জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট