বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে শ্রমিকদল নেতা মো.সেলিমকে সভাপতি ও মীর মো. ইলিয়াছকে সাধারণ সম্পাদক করে ৫১ জনের সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২৩ নভেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ.এম. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার যৌথভাবে স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেন।
এর আগে গত ১৫ নভেম্বর বিকেলে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে এ কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় সকলের সম্মতিক্রমে শ্রমিক দলের এ কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।