1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ২০ জুন ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :

বোয়ালখালী ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ

বোয়ালখালী ব্লাড ডোনার পরিবারের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন বোয়ালখালী ব্লাড ডোনার পরিবারের (সংগঠন) প্রতিষ্ঠাতা পরিচালক এস এ রাসেল। প্রতিষ্ঠাতা পরিচালক ইলিয়াস খানের সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন সংগঠনের  প্রতিষ্ঠাতা পরিচালক মো. শহীদুল ইসলাম, সোহেল রানা, মো. রিপন, মো. ইলিয়াস (রানা),  মো. আশিক, মো. সুমন।

এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য মো. রাকিব,মো. আক্কাস, নূর মোহাম্মদ বাপ্পি,মো. পারভেজ,মো. জামাল,মো. মনজুর,মো. রোহান,মো. সবুজ ও মো. মিনহাজসহ মাদ্রাসার ছাত্র ও এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।

মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন
খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসার
পরিচালক মাওলানা মো. আব্দুল করিম আলকাদেরী মাঃজিঃআ (ছোট হুজুর)। সাথে ছিলেন অত্র মাদারাসার আরবী প্রভাষক মাহবুব আলম আলকাদেরী ও হাফেজ মো. সাইমন।

মাহফিলে বক্তারা বলেন, ঈদে মিলাদুন্নবী (দঃ) পালন করা সকল ধর্মপ্রাণ মুসলিমদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। কারণ মুহাম্মদ (দঃ) না হলে আমরাও হতাম না। তাঁর উসিলায় আমাদের সৃষ্টি। বক্তারা আরো বলেন মানব দেহে যে রক্ত রয়েছে তা পৃথিবীর কোন মেশিন তৈরি করতে পারে না। এটি আমাদের প্রতি সৃষ্টিকর্তার দয়া। এক ফোঁটা রক্তের জন্য মানুষ হাহাকার করে। কারো বিপদের মুহুর্তে কেউ রক্ত উপহার দিলে তার দোয়া কোন সন্দেহ ছাড়ায় আল্লাহ্’র দরবারে কবুল হবে। অনেকে বলে থাকেন রক্ত দান করা। তবে এটি দান নয় বরং উপহার। দান সৃষ্টিকর্তায় করতে পারে কোন মানুষ নয়। সৃষ্টিকর্তা আমাদের রক্ত দান করেছেন আর আমরা তা অন্যজনকে উপহার দিব। তাতেই মহান আল্লাহ্ রব্বুল আলমিন খুশি হবেন।

মাহফিল শেষে মাদ্রাসার ছাত্র ও এলাকাবাসীদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট