বোয়ালখালী প্রতিনিধি :
হযরত মুহাম্মদ (দ.) শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ। বোয়ালখালী প্রেস ক্লাবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল এসব কথা বলেন বক্তারা।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় পৌর সদরের অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে এই মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো.মুজাহিদুল ইসলাম, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, সাংবাদিক আবুল ফজল বাবুল, শাহীনুর কিবরিয়া মাসুদ, বোয়ালখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি রাজু দে, সাংগঠনিক সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, নির্বাহী সদস্য এমএ মান্নান, আলমগীর চৌধুরী রানা, সদস্য শাহ্ এমএস এমরান কাদেরী, স.ম রবিউল হোসাইন, হোসাইন মাহমুদ, বাবর মুনাফ, আবু নাঈম, শাহাদাত হোসাইন জুনাঈদী, রেড ক্রিসেন্ট সদস্য আবদুল কাইয়ুম ও স্কাউট সদস্য মো.সাজ্জাদ।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আবদুর রহীম আল কাদেরী।