বোয়ালখালী প্রতিনিধি :
মহান বিজয় বিজয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধায় বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছে বিএনপি।
সোমবার (১৬ ডিসেম্বর ) সকালে সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আবুল কালাম আবুর নেতৃত্বে নেতাকর্মীরা এ শ্রদ্ধা জানান।
এসময় তিনি বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। আর এই স্বাধীনতা রক্ষা করতে দেশ স্বাধীনের পর থেকে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি) কাজ করে যাচ্ছে।
শ্রদ্ধা নিবেদনকালে সাবেক পৌর মেয়র সহ উপস্থিত ছিলেন বিএনপি নেতা জুলফিকার ইসলাম, শামসুল আলম, সৈয়দ মোজ্জাম্মেল হক, শাহিন চৌধুরী, নাছির, আবছার, বখতিয়ার, সিরাজ, ফরিদ, জেলা যুবদল নেতা হেলাল উদ্দীন, ইকবাল, পৌর যুবদল নেতা মোরশেদ, আব্দুল্লাহ আল মামুন জুয়েল, লিয়াকত আলী, নেজাম, জানে আলম, বাহাদুর, জিয়া, শাহেদ, নাহিদ সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, সহযোগী সংগঠনও স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে, সকাল ৯টায় উপজেলার গোমদন্ডী ফুলতলে নেতাকর্মীরা মিছিল সহকারে জড়ো হয়ে শহীদদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মোনাজাত করেন। পরে র্যালী সহকারে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধের দিকে রওনা হন।