1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বোয়ালখালীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা, ৬৪ লিটার সয়াবিন তেল জব্দ

  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে দোকানে মূল্য তালিকা না রেখে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে  চার ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৬৪ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) দুপুরে উপজেলার সারোয়াতলি ইউনিয়নের বেঙ্গুরা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

তিনি জানান, অভিযানে দোকানে নির্ধারিত মূল্য তালিকা না থাকা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় শামসুল আলম স্টোর মো. ইলিয়াছকে ৫,০০০, সবজী বিক্রেতা মো. ফারুককে ১,০০০, মন্নান স্টোর আবদুল মন্নানকে ৩,০০০ এবং হালিম স্টোর আবদুল হালিমকে ৩,০০০ টাকাসহ ৪ মামলায় ১২,০০০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৬৪ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে।
জব্দকৃত সয়াবিন তেল সুলভ মূল্যে বিক্রয় করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট