বোয়ালখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার (২ মে) ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষদিন।
এতে উপজেলা পরিষদের ৩টি পদে ১৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার পর এ তথ্য জানান সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মঈনুল হক।
বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, বীর মুক্তিযোদ্ধা এসএম নুরুল ইসলাম, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শফিউল আলম শফি, সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, ব্যবসায়ী মোহাম্মদ জাহেদুল হক ও মো.শফিক। এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-মোহাম্মদ মীর নওশাদ, শফিকুল আলম, মোহাম্মদ সেলিম উদ্দীন, মোহাম্মদ রিদওয়ানুল হক টিপু ও সজল কান্তি চৌধুরী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মর্জিনা বেগম ও মোছাম্মৎ উম্মে সালমা।
গত ১৭ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাই হবে ৫ মে। এদিন নগরের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে সকাল ১০টা-১১টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও চটগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো.শহিদুল ইসলাম প্রামানিক।
তফসিল অনুযায়ী আগামী ১২মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে ১৩ মে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রচার পর্ব শেষে ২৯ মে বোয়ালখালীর ৮৬টি কেন্দ্রে একযোগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালেট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ চলবে।বোয়ালখালীতে ভোটার সংখ্যা ২লাখ ১০হাজার ৩৬০জন। এরমধ্যে ১লাখ ১০হাজার ৫৯৬জন পুরুষ ভোটার এবং মহিলা ভোটার ৯৯ হাজার ৭৬৪জন।