বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে যাত্রা শুরু করেছে হেলথ পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টার। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর সদরের হোসেন কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কেক কেটে ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা.হোসেন আল মামুন, ডা.দেবাশীষ চৌধুরী উপজেলা প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, সাংবাদিক আবুল ফজল বাবুল, কাজী আয়েশা ফারজানা, দেবাশীষ বড়ুয়া রাজু, ব্যবসায়ী সরোজ চৌধুরী, পল্লী চিকিৎসক সমিতির সভাপতি নিরঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সাইফুদ্দিন তালুকদার ও কাজী মোহাম্মদ ইয়াসিনুর রহমান।
এ ডায়াগনস্টিক সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয় এবং অভিজ্ঞ চিকিৎসকগণ প্রাইভেট প্র্যাকটিস সুবিধা প্রদান করবেন।