বোয়ালখালী প্রতিনিধি :
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যকে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতার নাগালে আনতে চট্টগ্রামের বোয়ালখালীতে ৩য় দিনের মতো সুলভমূল্যে নিত্যপণ্য বিক্রি করছেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে পৌরসভার রেলবিট এলাকায় প্রতি ডজন ডিম ১৪০ টাকা দরে এবং ৮০ টাকা দরে ২২০ কেজি পেঁয়াজ বিক্রি করছেন উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা,উপজেলা কৃষি কর্মকর্তা আতিক উল্লাহ, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীন আকরাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস।
ইউএনও হিমাদ্রি খীসা বলেন,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙ্গতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশনায় এবং উপজেলা প্রশাসন, বোয়ালখালীর ব্যবস্থাপনায় সুলভ মূল্যে ডিম ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিক্রয় কার্যক্রম শুরু করা হয়েছে।
কর্মসূচির ৩য় দিনে আজ রেল বিট এলাকায় ১৪০ টাকা প্রতি ডজন মূল্যে ২৫০০ ডিম এবং ৮০ টাকা কেজিতে ২২০ কেজি পেয়াজ বিক্রয় কার্যক্রম গ্রহণ করা হয়।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যকে সাধারণ মানুষের নাগালে আনতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।