বোয়ালখালী প্রতিনিধি : ‘বড় ঈদ বড় আয়োজন’ চট্টগ্রামের বোয়ালখালী সিঙ্গার শোরুম থেকে ফ্রিজ কিনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিঙ্গারের পণ্য কিনে স্ক্র্যাচ কার্ডে শতভাগ মূল্য ছাড়ে ফ্রিজ জিতে নিয়েছেন উপজেলার পশ্চিম গোমদণ্ডীর মো. সালাউদ্দিন।
বুধবার (১২ জুন) বিকেলে বোয়ালখালী উপজেলার সিঙ্গার শো-রুমে বিজয়ীর হাতে ৪৫ হাজার ৯৯০ টাকা মূল্যের ফ্রিজটি বুঝিয়ে দেওয়া হয়।
সিঙ্গার বোয়ালখালী শাখার ব্যবস্থাপক রাহুল চক্রবর্তী বলেন, সালাউদ্দিন সিঙ্গারের একটি বিডি-২৯০ এলএলএলওয়াই মডেলের ফ্রিজ ক্রয় করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিঙ্গার পণ্যের সাথে দেওয়া মূল্য ছাড়ের স্ক্র্যাচ কার্ড ঘষে তিনি শতভাগ ছাড়ে ফ্রিজটি জিতে নেন। ঈদের দিন পর্যন্ত এ অফারে সিঙ্গার পণ্য নিতে পারবেন ক্রেতারা।