বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে কানুনগোপাড়া হাওলা ডিসি সড়কে
সিএনজিচালিত একটি টেম্পো উল্টে পিসি সেন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষিকা গুরুতর আহত হয়েছে।
রবিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা পিসি সেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ত্রিবেণী দাশ ও জয়ন্তিকা বড়ুয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগামী একটি টেম্পো সড়ক থেকে উল্টে খাদে পড়ে যায়। টেম্পোতে থাকা দুইজন মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। ভাগ্যক্রমে অপর যাত্রীরা খুব বেশি আঘাত পাননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওহিউদ্দিন সুমন বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত