বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম বোয়ালখালীতে সাপের কামড়ে আহত হয়েছেন ৭৬ বছর বয়সী এক বৃদ্ধ। রোববার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ৯ টায় নিজের বাড়ির উঠানে সাপ কামড়িয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে তাঁকে আনা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহত ওই ব্যক্তির নাম দিলীপ বিশ্বাস। মধ্যম কধুরখীল ৬নং ওয়ার্ডের বর্দা বিশ্বাসের বাড়ীর স্বর্গীয় ননী গোপাল বিশ্বাসের ছেলে।
আহতের সঙ্গে থাকা স্বজনরা জানিয়েছেন, ‘রাতে বাড়ীর উঠানে হাটাহাটি করার সময় সাপে পায়ের গোড়ালিতে কামড় দেয়।’
আহত দিলীপ বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. পুশন কি ধরনের সাপে ছোবল দিয়েছে তা পরীক্ষার জন্য তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে রেফার করেন।