বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে এ মতবিনিময় সভায় ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি এসএম মোদ্দাচ্ছের।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, সিনিয়র সাংবাদিক মো.মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দীন, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো.শাহিনুর কিবরিয়া মাসুদ, সহ-সভাপতি রাজু দে , সহ সম্পাদক পূজন সেন, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, নির্বাহী সদস্য এম এ মন্নান, সাংবাদিক রবিউল হোসাইন, শাহী এমরান কাদেরী, মো.আবু নাঈম, হোসাইন মাহমুদ ও শাহাদাত হোসেন জুনায়েদী।
সকলের সহযোগিতা কামনা করে ইউএনও রহমত উল্লাহ বলেন, উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ রয়েছে।