বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে দেবী লক্ষ্মীর আসনে সন্ধ্যা বাতির আগুনে দগ্ধ হয়ে অরিত্রী চক্রবর্তী নামে ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সন্ধ্যায় দেবী লক্ষ্মীর আসনে সন্ধ্যা বাতি দিয়ে কাপড়ে আগুন লেগে দগ্ধ হয় বলে জানান অরিত্রীর মামা রাজন চক্রবর্তী।
তিনি আরও বলেন, গতকাল সোমবার অরিত্রীকে আগুনে দগ্ধ হওয়ার পরে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে হস্তান্তর করেন চিকিৎসক। সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে রাতে অরিত্রীকে ঢাকা নেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
অরিত্রী চক্রবর্তী কানুনগোপাড়া আবদুল হামিদ আইডিয়াল স্কুলে কেজি ওয়ানের ছাত্রী ছিলেন। এক ভাই এক বোনের মধ্যে সে ছোট। অরিত্রী এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিলো।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত