বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক কমিটিসহ আওতাধীন সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
গত ২১ নভেম্বর জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের সভাপতি এ.এম. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার যৌথভাবে স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার যথেষ্ট প্রমাণাদি নজরে আসায় গত ১৭ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক এ আহবায়ক কমিটি বিলুপ্তি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সাথে এই উপজেলার আওতাধীন ইউনিয়ন কমিটিসহ সকল কমিটি বিলুপ্ত করা হলো।