চট্টগ্রামের বোয়ালখালীতে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও সিআইপি সংবর্ধনা দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ।
দেশব্যাপী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পালন করছে দেশের অন্যতম প্রধান শরীয়াহ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি.(এআইবিএল)। এ কার্যক্রমের আওতায় বুধবার (১০ জানুয়ারি ২০২৪) বোয়ালখালী উপজেলা উপশাখার উদ্যোগে শাখার কর্মকর্তা মোঃ রেজাউল করিম এর সঞ্চালনায় শাখা প্রধান সৈয়দ মিয়া হাসান সিএসিপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ওসমান খানকে সিআইপি সংবর্ধনা দেয়া হয়। সভাই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান ও সম্বর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ওসমান খান সিআইপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা মোঃ ফারুক বীর মুক্তিযোদ্ধা শরৎচন্দ্র বড়ুয়া, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স এর সিনিয়র কর্মকর্তা মোঃ দিদারুল আলম, বিশিষ্ট সমাজসেবক মোঃ নুরুল আজিম, বাংলা টিভির রিপোর্টার শাহ আলম বাবলু , জাতীয় দৈনিকের ব্যুরো প্রধান সোলাইমান, হাওলা ট্রেনিং এর প্রোপাইটর জাহিদ আল নাহিয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোলায়মান, নুরুল আমিন, মোঃ রুবেল, জাবেদ, মোহাম্মদ সালাউদ্দিন, আরিফুল ইসলাম চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন, আনোয়ার ইসলাম, ইমরোজ মাহমুদ, কফিল উদ্দিন, মোহাম্মদ বোরহান উদ্দিন প্রমুখ।উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে সর্বমোট ২ লক্ষ ২৫ হাজার কম্বল বিতরণ করেছে এআইবিএল। এ কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে কম্বল প্রদান ছাড়া দেশব্যাপী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও দুঃস্থ মানুষের কাছে এ কম্বল বিতরণ করা হয়েছে। প্রধান ও সম্বর্ধিত অতিথি মহম্মদ ওসমান খান সিআইপি বলেন, দেশের বিভিন্ন এলাকায় শৈত্য প্রবাহে দরিদ্র্য জনগোষ্ঠি মানবেতর জীবন যাপন করছে। তাদের কষ্ট লাঘবের জন্য আল আরাফাহ ইসলামী ব্যাংকের এ উদ্যোগ প্রশংসার দাবিদার। শাখা প্রধান ও অনুষ্ঠানের সভাপতি বলেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক এদেশের ১৮ কোটি মানুষের ব্যাংক।তাঁদের সুখে দুখে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। বাংলাদেশের মানুষ বিশ্বের যে কোন প্রান্তে মাথা উঁচু করে দাঁড়াবে এবং উন্নত সমৃদ্ধ স্মার্ট অর্থনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে আল আরাফাহ ইসলামী ব্যাংক কাজ করছে।