বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালীতে শিক্ষাঙ্গনে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সুন্দর দেশ বিনির্মাণের লক্ষ্যে এবং পরিবেশবান্ধব দেশ ও সমাজ গঠন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ও স্যার আশুতোষ সরকারি কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,আরিফুস সাকিব জামিম, রকি দে, মোহাম্মদ জাহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়া উপজেলার শাকপুরা এলাকায় বিভিন্ন ধরনের গ্রাফিতির স্পর্শে দেয়াল রাঙিয়ে তুলে তারা।বোয়ালখালী উপজেলা সংস্কারে ছাত্ররা প্রতিদিন যে উদ্যােগ গ্রহণ করেছে তার প্রতি সাধুবাদ জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় জনগণ ও প্রশাসন।