বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে লাইসেন্স ছাড়া এলপি গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও বিক্রির দায়ে তিন দোকানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার হাজীর হাট, কালুরঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।
তিনি বলেন, গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীদের লাইসেন্স না থাকায়, গ্যাস সিলিন্ডার ও পেট্রোলিয়াম এর ব্যবসা একসাথে করায়, অধিক মূল্যে সিলিন্ডার বিক্রি এবং বিপজ্জনক স্থানে সিলিন্ডার বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৪০ হজার,১০হাজার,২০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।