বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে কেক কেটে পাঠক নন্দিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
গতকাল শনিবার (০৮ জুন) সকালে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি রাজু দে”র উদ্যোগে বোয়ালখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, শ্রীপুর বুড়া মসজিদের মতোওয়াল্লী মো. নুরুন্নবী চৌধুরী, পৌর কাউন্সিলর মো জাহাঙ্গীর আলম, খেলাঘর উপজেলা সভাপতি আবুল ফজল বাবুল,
সাংবাদিক কাজী আয়েশা ফারজানা, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, পূজন সেন, দেবাশীষ বড়ুয়া রাজু, হোসাইন মাহমুদ, আবু নাঈম ও শাহাদাত হোসেন জুনায়েদ প্রমুখ।