বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোটরসাইকেল-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে নয়টায় কানুনগোপাড়া-ফুলতল হাওলা ডিসি সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপজেলার সৈয়দনগরের শাহ আলমের ছেলে আব্দুল মজিদ তাসনিম (১৭), জৈষ্ঠ্যপুরার দিদারুল আলমের ছেলে আব্দুল গফুর আনাছ (১৮), কড়লডেঙ্গা সাদারপাড়ার রবিউল হোসেনের ছেলে আবিদ (১৬)।
বিষয়টি নিশ্চিত করে আহতদের মামা বাবর জানান, মোটর সাইকেল নিয়ে ভাগিনা তিনজন দাশের দিঘির থেকে গোমদন্ডী সি-অফিসের দিকে যাওয়ার সময় তালতলা এলাকায় সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ তিনজন আহত হয়। এতে তাসনিমের অবস্থা আশঙ্কাজনক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. চন্দ্রিমা বড়ুয়া বলেন, রাত সাড়ে নয়টার দিকে আহত অবস্থা তিনজন চিকিৎসা নিতে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।