বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে বিষপানে মো. হৃদয় (২০) নামের এক ট্রাকের হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
হৃদয় উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান আলী মুন্সির বাড়ির মোহাম্মদ বাবুলের ছেলে।
হৃদয়ের চাচা সেলিম বলেন, সকালে মায়ের সাথে হৃদয়ের কথাকাটাকাটি হয়। এ সময় সে অভিমানে বিষ পান করে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টার সময় হৃদয়কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।