1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ভোটে যেকোন ষড়যন্ত্র মোকা মোকাবেলা করতে হবে- ব্যারিস্টার খোকন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটিয়ার কোলাগাঁওয়ে বিএনপির সমাবেশে এনামুল হক এনাম চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নাজিম উদ্দীনের লিফলেট বিতরণ চন্দনাইশ মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী সভায় কর্ণেল অলি বর্তমান পরিবর্তনের কারণে ধ্বংসের দিকে যাচ্ছে সমাজ এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ টাকা না দিলে ফাইল ধরে না তহসিলদার সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৯ কেজি ওজনের অজগর সাপ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন

বোয়ালখালীতে মসজিদ পরিচালনা নিয়ে বিরোধ প্রথমে হুমকি, তারপর হামলা-গ্রেপ্তার তিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে মসজিদ পরিচালনা নিয়ে বিরোধের জের ধরে প্রথমে হুমকি এরপর হামলা চালিয়ে ৩জনকে আহত করার মামলায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী হাজী মনছপ আলী বাড়ির বাসিন্দা আবুল মনছুর বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৬-৭ জনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় পৌরসভার ৯ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী হাজী মনছপ আলী বাড়ির বাসিন্দা আবদুস সালাম (৫৫), মো.রায়হান (২৪) ও কামরুল হাসানে (২৪) গ্রেপ্তার করেছে।

মামলার বাদী মনছুর আলী (৩৩) বলেন, গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১০টার দিকে স্থানীয় মুন্সী ছবেদার জামে মসজিদ পরিচালনার বিষয়ে বিরোধকে কেন্দ্র করে বিবাদীরা প্রথমে হুমকি ধমকি দেয়। এর আধাঘন্টা পর তারা মো.আকরাম হোসেন সাকিবকে(১৯) একা পেয়ে লোহার রড ও লাঠিসোটা দিয়ে মারধর করে আহত করে। এসময় বিবাদীদের রডের আঘাতে সাকিবের মাথায় গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আমাকে ও স্থানীয় মো. পারভেজকে (৩২) মারধর করে। স্থানীয় এলাকাবাসী এগিয়ে আসলে বিবাদীরা চলে যায়।

মনছুর জানান, আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করি। তবে সাকিবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেছেন। সে চমেক হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, মসজিদ পরিচালনা নিয়ে মারামারির ঘটনায় মামলা দায়েরের পর এজাহার নামীয় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে। অপরাপর আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট