1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে ব্লু বার্ডস স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বোয়ালখালীতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ  বোয়ালখালীতে গাউসিয়া কমিটির উদ্যোগে জশনে জুলুস কালুরঘাট ফেরিঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন নজরুল চর্চায় নাগরিক স্বাধীন চেতনার উন্মেষ: নজরুল চর্চায় নাগরিক স্বাধীন চেতনার উন্মেষ চন্দনাইশে জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত রজায়ী যুব ত্বরিকত কমিটি বাংলাদেশ’র জশনে জুলুছ সম্পন্ন চন্দনাইশে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র উঠান বৈঠক প্রবাসী জিয়া উদ্দিন এর স্ত্রী স্বামী কে ভিড়িও কলে রেখে আত্মহত্যা পটিয়ায় পূজা উদযাপন পরিষদের সম্মেলনে ইদ্রিস মিয়া: বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে 

বোয়ালখালীতে মসজিদ নির্মাণ কাজে বাধা-প্রাণ নাশের হুমকি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালীতে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর বাইতুন নুর জামে মসজিদ নির্মাণ কাজে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুল হকের বাধা দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন স্থানীয় শেখ মো.শরীফ নামের এক ব্যক্তি।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে বোয়ালখালী প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্যে শেখ মো.শরীফ বলেন, আমাদের ওয়াকফকৃত ৪ শতক জমিতে শ্রীপুর বাইতুন নুর জামে মসজিদে ফি- ছাবিলিল্লাহ ওয়াকফ্ নামা দলিল সম্পাদন করেন। এই এলাকার ৮০-৯০ পরিবারের মুসল্লিগণ পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদ নিমার্ণ কাজ এগিয়ে নিতে বালু ভরাট করার উদ্যোগ নেয়া হয়। এজন্য স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে স্বল্প দামে একটি বালু টাল ক্রয় করি। গত ১৭ নভেম্বর সকালে বালু ভরাট কাজ শুরু হলে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আজিজুল হকের নির্দেশে স্থানীয় মো. আবছার ওরফে রোকসার, মো. দৌলত মিয়া, মো.জানে আলম ওরফে বাইট্টা নান্নু এসে মসজিদের জায়গায় ভরাট কাজ বন্ধ করতে বলেন। এর কারণ জানতে চাইলে তারা তাদের কাছ থেকে তিন গুণ বেশি দামে বালু কিনতে হবে বলে জানায়। তাদের কথা না শুনলে হাত-পা ভেঙে দিবে বলে হুমকি দেয়। আজিজুল হক মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি ফোনে বলেন৷ “আমি মসজিদ-মন্দির চিনি না” এই মূহুর্তে কাজ বন্ধ।

শরীফ বক্তব্যে আরও বলেন, তাদের কথায় কর্ণাপাত না করে পুনঃরায় ট্রাকে বালু লোড করতে গেলে অজ্ঞাতনামা ১০-১২ জন ব্যক্তি এসে আমাদেরকে বাধা প্রদান দেয় এবং তাদের কথা না শুনলে মেরে কর্ণফুলী নদীতে লাশ ভাসিয়ে দিবে বলে ভয় দেখান।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে আজিজুল হক থেকে জানতে চাইলে, তিনি মসজিদের নির্মাণ কাজে বাধা দেওয়ার কথাটি অস্বীকার করে বলেন, কোনো মুসলমান মসজিদের কাজে বাধা দেয়। মূলত হচ্ছে অবৈধ বালু উত্তোলন করছে সেগুলো নিয়ে সমস্যা হয়েছে। মসজিদ যে (শরীফ) নির্মাণ করছে সে আমার আপন চাচাতো ভাই। মসজিদ নির্মাণে কেন বাধা দিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট