বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে স্কাউট আন্দোলন প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিপি দিবস ও ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২২ ফেব্রুয়ারি) শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সকাল ৯টা থেকে এ ক্যাম্প শুরু হয়। এতে প্রাথমিক প্রতিবিধান ও দড়ির কাজ, বিনোদন ও স্কাউট এর সাধারণ জ্ঞান এবং স্কাউট আইন প্রতিজ্ঞা নিয়ে ৩টি স্টেশনে স্কাউট প্রোগ্রামের বিষয় সমূহ শেখানো হয়।
ডে-ক্যাম্পেের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা । উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ নুরুল আকতারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্কাউট কমিশনার মোহাম্মদ আলী, প্রধান শিক্ষক শামীম বিন আজাদ, মো. কামরুল হাসান, মাহমুদুল হক।
এতে আরো উপস্থিত ছিলেন স্কাউট লিডার এসএম গোলাম মোস্তফা, ইউনিট লিডার বিপ্লব শীল, ফিলিপ কুমার চৌধুরী, মো. নুরুন্নবী, মছিবর রহমান বাবুল, আব্দুর রাজ্জাক, বিকাশ ধর, ফাতেমা বেগম, মো. আবু কাইয়ুম, রিমি বড়ুয়া, খালেদা বেগম, মো. সাজ্জাদ হোসেন, রোভার এহছানুল হক নিলয়, রিমেল বড়ুয়া, রায়হানুল কালাম, কাউসার মাহমুদ হৃদয়, হৃদিতা শীল, পুনম তালুকদার।
বিপি দিবসে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ জন স্কাউট ও গার্লস ইন স্কাউট অংশগ্রহণ করে।