বোয়ালখালী প্রতিনিধি :
বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৪ নাম্বার ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়ার বড় বাড়ির হযরত ইউনুছ শাহ্ (রা.) হযরত মৌলানা আবদুল মোনাফ শাহ্ (রা.) ও হযরত মৌলানা গোলাম শরীফ শাহ্’র (রা.) বার্ষিক ফাতেহা শরীফ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ১৬ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হবে।
এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের পীরে কামেল হযরতুলহাজ্ব আল্লামা কাযী সৈয়্যদ মোহাম্মদ আবদুশ শকুর রায়হান আযিযী নক্শবন্দী মুজাদ্দেদী।
এ নূরানী মিলাদ মাহফিলে সকলকে দ্বীনি দাওয়াত দিয়েছেন আয়োজক কমিটি।