1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ভোটে যেকোন ষড়যন্ত্র মোকা মোকাবেলা করতে হবে- ব্যারিস্টার খোকন মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটিয়ার কোলাগাঁওয়ে বিএনপির সমাবেশে এনামুল হক এনাম চন্দনাইশে বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এড. নাজিম উদ্দীনের লিফলেট বিতরণ চন্দনাইশ মমতাজ বেগম স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী সভায় কর্ণেল অলি বর্তমান পরিবর্তনের কারণে ধ্বংসের দিকে যাচ্ছে সমাজ এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ টাকা না দিলে ফাইল ধরে না তহসিলদার সংসদ সদস্য প্রার্থী এরশাদ উল্লাহর উপর গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বোয়ালখালীতে জালে আটকা ৯ কেজি ওজনের অজগর সাপ নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তরুণ প্রজন্মের জন্য চট্টগ্রামকে গ্রিন, ক্লিন, হেলদি ও সেইফ সিটি হিসেবে গড়ে তোলা হচ্ছে: মেয়র ডা. শাহাদাত হোসেন

বোয়ালখালীতে পাগলা কুকুরের কামড়ে আহত ৭

  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে পাগলা কুকুরের কামড়ে অন্ততঃ ৭ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার (১২ জুন) থেকে গতকাল শনিবার (১৪ জুন) পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে পশ্চিম গোমদণ্ডীর আবু তাহেরের ছেলে তাহসান (৪), পশ্চিম শাকপুরার নিজামের ছেলে তাকওয়া (১০), রাশেদের মেয়ে শেফা (৫), খিতাপচর সারোয়াতলীর জামালের ছেলে মুহিম (৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, ‘পাগলা কুকুরের কামড়ে আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহতদের মুখ ও গলায় কামড় দিয়েছে।’

শুক্রবার (১৩ জুন) সকালে শাকপুরা ২ নম্বর ওয়ার্ডের সওদাগরপাড়ায় পাগলা কুকুরে কামড়ায় আরও এক শিশু। ওসমান গণি নামের এক ব্যক্তি জানান, তার ১০ বছর বয়সী মেয়ে আরিফা আক্তার রাস্তায় দাঁড়িয়ে ছিল। হঠাৎ একটি কুকুর এসে কোমরে কামড় দেয়। বর্তমানে আরিফা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি বলেন, ‘ চারটি কুকুর একসাথে ঘুরে ঘুরে শিশুদের টার্গেট করছে। কখন কোথা থেকে এসে কামড় দেয়—এই আতঙ্কে দিন কাটছে।’

চরখিজিরপুর এলাকার আব্দুর রাজ্জাক জানান, গত বৃহস্পতিবার আমি ঘরের পাশে বিদ্যুতের কাজ করছিলাম। সেই সুযোগে আমার ভাইয়ের ছেলে আহাদ (৬) কে একটি পাগলা কুকুর এসে কামড়ে দেয়। আমি সঙ্গে সঙ্গে কুকুরটিকে আঘাত করতে গেলে কুকুরটি ছুটে গিয়ে আমার ভাগিনা হুমায়রাকেও(৪) কামড়ে দেয়।

তিনি আরও বলেন, পরে আমি আহাদ ও হুমায়রাকে নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে গেলে দেখতে পাই, পাশ্ববর্তী দ্বীনবন্ধুপুল এলাকার এক শিশুও কুকুরের আক্রমণে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

স্থানীয় বাসিন্দা মো. বাদশা বলেন, ‘শাকপুরা ও চরখিজিরপুর এলাকায় এই পর্যন্ত অন্তত ৬ জন আক্রান্ত হয়েছেন। কুকুরগুলো দলবেঁধে সুযোগ পেলেই মানুষকে কামড়াচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট