বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে সিমস্ প্রকল্পের নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন
“প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার, সমুন্নত রাখবো তাদের অধিকার ” এ প্রতিপাদ্যে চট্টগ্রামের বোয়ালখালীতে অভিবাসন সংশ্লিষ্টদের নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সহযোগিতায় চরণদ্বীপ ইউসি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রত্যাশীর আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি সচিব কামরুল হাসান তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা হেলভেটাস
বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় সিমস প্রকল্পের
ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে মাঠ পর্যায়ে কার্যক্রমের ফলে প্রবাসী এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সচেতন হওয়ার আহবান জানানো হয়।
এ ওরিয়েন্টেশনে সিমস্ প্রকল্প- ২ এর ফিল্ড অফিসার মীর নাজমুল হাসান ও সুমাইয়া নুর আলমের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, মোবারক হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, গণমাধ্যম কর্মী, লোকাল লিডার এবং জিএমসি কমিটির সদস্যবৃন্দ।