বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মুনতাহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সন্ধ্যায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী বানু মেম্বার টেক এলাকায় নাইম্ম্যাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মুনতাহা কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের বড় মাঝির বাড়ির মৃত মো. ছৈয়দের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
মুনতাহার মামা কামাল বলেন, নাস্তা করার পর পুকুরঘাটে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় মুনতাহা। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে থেকে থাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আজমাইন ইকতেদার বলেন, ‘রাত আটটার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।
জানা গেছে, মুনতাহা গত তিন বছর ধরে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকত। বাবা মারা যাওয়ার পর মা শেলি আক্তার পোশাক কারখানায় চাকরি নিয়ে মেয়েকে নিয়ে বোয়ালখালী চলে আসেন।