1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের শুভ উদ্বোধন নোয়াখালীতে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত সোনাইমুড়ীতে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ স্থাপনা সহকারী জজ না হয়ে রাবির শিক্ষক হলেন লালমনিরহাটের ফাইকা তাহজীবা বোয়ালখালীতে আহলা দরবার শরীফে জশনে জুলুস উম্ম আল কোয়াইনে মিলাদুন্নবী মাহফিলে বক্তারাঃ রাসূল (সা.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণে আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শাশুড়িসহ নিহত-৩, আহত-১০ বোয়ালখালীতে হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় ছবক অনুষ্ঠান কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজে নবীন বরণ  বোয়ালখালী সিরাজুল ইসলাম কলেজে নবীন বরণ

বোয়ালখালীতে “দায়িত্বহীন পার্কিংয়ে আবারো বিপদ: ট্রেনের সঙ্গে কাভার্ড ভ্যানের ঘষাঘষি”

  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্ক করা একটি মিনি কাভার্ড ভ্যানের সাথে ঘেঁষাঘেঁষি করে কক্সবাজার গিয়েছে পর্যটক এক্সপ্রেস ট্রেন। এতে ভ্যান গাড়ির বাম পাশের লুকিং গ্লাস ভেঙে গেছে।

শনিবার (১০ মে) ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে।

এ সময় গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় রেললাইন ঘেঁষে পার্কিং করা একটি মিনি কাভার্ড ভ্যানের ইঞ্চি ব্যবধানে ঘেঁষাঘেঁষি করতে পাড়ি দেয়। এতে ভ্যান গাড়িটির বাম পাশের লুকিং গ্লাস ভেঙে গেছে এবং ট্রেনের শেষ বগির দরজার হাতল বেঁকে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ট্রেনটি গাড়ির মাঝে ইঞ্চি দূরত্বের মধ্যে দিয়ে গেছে- তা না দেখলে কেউ বিশ্বাসই করবে না। আমরা তখন বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কায় আল্লাহকে স্মরণ করছিলাম। কাণ্ডজ্ঞানহীন ভাবে রেল লাইনের পাশে গাড়ি রাখার কারণে বারবার এই ধরণের ঘটনা ঘটছে।

গাড়িটি নাম্বার বা কি নিয়ে এসেছিলো এবং কি বহন করেছিলো তা নিশ্চিত করা যায়নি।

গোমদণ্ডী রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার আজম উদ্দিন বলেন, শনিবার পর্যটন এক্সপ্রেস ট্রেন বিকেল ৩টার দিকে কক্সবাজারের উদ্দেশ্য গোমদণ্ডী স্টেশন ত্যাগ করেছে। কোনো দুর্ঘটনার খবর জানা নেই।

উল্লেখ্য গতকাল শুক্রবার (৯ মে) দুপুর ১২টার দিকে একই এলাকায় কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পার্কিং করা একটি ট্যাক্সি দুমড়ে মুচড়ে যায়। পাশে থাকা আরেকটি ট্যাক্সিতে বসা ৫ জন যাত্রী সৌভাগ্য ক্রমে রক্ষা পান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট