বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রাম-কক্সবাজারের আরাকান সড়কে বেপরোয়া গতির সিএনজি টেম্পুর সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪জন আহত হয়েছেন।
রবিবার (০২ জুন) রাত সাড়ে ৯টার দিকে শাকপুরা হাজী নুরুল হক ডিগ্রি কলেজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন- বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডীর লাল মিয়ার ছেলে রাশেদুল আলম (৩০), পশ্চিম গোমদন্ডীর মুহাম্মদ নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৫), সৈয়দপুর আরিফুর রহমানের ছেলে আসিফুল হক বাহার (৪৪) ও মোজাহিদ চৌধুরী পাড়া এলাকার আব্দুস ছালামের ছেলে মো. জামাল (৪৪)।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তনু বলেন, রাত সাড়ে ৯টার দিকে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এর মধ্যে রাশেদুল আলম ও সাইফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেপরোয়া গতিতে পটিয়ামুখী সিএনজি টেম্পু শাকপুরা কলেজের সামনে আসলে সিএনজিচালিত যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ যাত্রীরা গুরুতর আহত হন।