1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির অভিষেক সন্তান জন্মের প্রায় দুইমাস পর তথ্য গোপন করে মাতৃত্ব ছুটি নেওয়ার অভিযোগ প্রাথমিক শিক্ষিকার বিরুদ্ধে ঢাকায় আল্লামা সেহাবউদ্দীন খালেদ (রহঃ)-এর স্মরণে কনফারেন্স ১৯ এপ্রিল বর্ষবরণে পটিয়ার হাবিলাসদ্বীপ সমাজ কল্যাণ সংসদের বর্ণাঢ্য আয়োজন সৈয়দপুর বহুমূখী উচ্চ  বিদ্যালয়ের সভাপতি মোরর্শেদুল আলম নোয়াখালীতে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আজগর  বোয়ালখালীতে সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব উদযাপন বর্ণাঢ্য আয়োজনে বোয়ালখালীতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন বৈশাখ উৎসবকে ঘিরেই লোকজ মেলায় বোয়ালখালী প্রেস ক্লাবের আয়োজন  ‘পান্তা উৎসব’

বোয়ালখালীতে চেয়ারম্যান প্রার্থী রাজা মিয়া’র সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে ৮৬টি কেন্দ্রে বুধবার ২৯ মে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। দিনভর চলে ভোটগ্রহণ। তবে উপজেলার দুই একটি কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ধাওয়াসহ জাল ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রাজা বুধবার বিকেল ৪টায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন কর্মকর্তা, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ ও তার প্রতিদন্দ্বী প্রার্থী হেলিকপ্টার প্রতীকের প্রার্থী জাহেদুল হকের বিরদ্ধে বক্তব্য রাখেন।

তিনি বলেন, ওসি, ইউএনও এবং জাহেদুল হক তিন জনে মিলে আমার বিরুদ্ধে যড়যন্ত্র করেছে। যার ভিডিও ফুটেজ আমার কাছে আছে। তার প্রমান স্বরূপ ওসি নিজেই শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়নে আমার ভোটারদের ভোট দিতে দেয়নি। লাটি চার্জ করেছে। আমি পুলিশ সুপারকে অবহিত করেছি। তাছাড়া নির্বাচনের পূর্বে জাহেদুল হক বারংবার নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করেছে। যা আমি জেলা নির্বাচন কমিশন কর্মকর্তা বরাবরে বিভিন্ন সময় অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি। এ ব্যাপারে আমি নির্বাচনে পরাজিত হলে আইনানুগ পদক্ষেপ গ্রহন করবো।

তিনি আরও বলেন, আমি ভোট বর্জন করছিনা। নির্বাচন অবাদ সুষ্টু নিরপেক্ষ হয়নি তাও বলছিনা। আমার ভোটাররা প্রশাসনের চাপে ভোট দিতে পারেননি।

উপজেলার কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিলো কম। কেন্দ্রের বাইরে প্রার্থীদের কর্মী সমর্থকদের সরব উপস্থিতি দেখা গেছে । মাঝে মাঝে দুই একজন ভোটার কেন্দ্রে আসছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্ন কর্মকর্তা মঈনুল হক বলেন, শান্তিপূর্ণভাবে উপজেলা ৮৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুইএকটি কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনার অভিযোগ পাওয়া গিয়েছিলো। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট