বোয়ালখালী প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষক-কৃষাণীদের সাথে উঠান বৈঠক ও মতবিনিময় করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের বিভিন্ন ব্লকের কৃষক-কৃষাণীদের সাথে উঠান বৈঠকে তিনি কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন, এবং মাঠ পরিদর্শন করেন।
এসময় এলাকার জলাবদ্ধতা নিরসন করে কৃষি আবাদ বৃদ্ধির বিষয়ে সহায়তার আশ্বাস দেন এবং তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন ইউএনও হিমাদ্রি খীসা।
এছাড়া সারোয়াতলী ইউনিয়নের খিতাপচর এলাকায় মিনারুল হক মিন্টুর মিশ্র ফলবাগান পরিদর্শন করেন।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো আতিক উল্লাহ, উদ্ভিদ ও বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দে, উপসহকারী কৃষি কর্মকর্তা লক্ষ্মণ কারন সহ এলাকার কৃষকেরা উপস্থিত ছিলেন।