বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে পশ্চিম গোমদণ্ডী পৌরসভার ৭ ওয়ার্ড বিএনপির উদ্যােগে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম গোমদণ্ডী আমীর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা আনোয়ার হোসেন ভোলা।
বিএনপি নেতা ইসমাইল হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, মোজাম্মেল হক, জুলফিকার ইসলাম, শাহীন চৌধুরী, মো.ইউনুছ, কাজী কামাল, মো.নজরুল, মো.হারুন, জাহাঙ্গীর আলম খোকন, সিরাজুল হক, সিরাজ মিয়া, শফি চৌধুরী, মো.মোরশেদ, মো.সেলিম, জানে আলম,মো.ইউছুপ, মো.দিদার ও নুরুল আবচার প্রমুখ।
বক্তারা বলেন, কর্মীরা বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করছে। দ্বন্দ্ব করার জন্য নয়। তাই ব্যক্তি দ্বন্দ্বকে দূরে রাখতে হবে।