1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
শনিবার, ১০ মে ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বোয়ালখালীতে বিক্ষোভ প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে উদযাপন করা হলো রবীন্দ্র জয়ন্তী। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুদ্ধ বন্ধের আহ্বান চন্দনাইশে দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের সমাবেশ সফল করতে চন্দনাইশে প্রস্তুতি সভা নোয়াখালীর জেলা কারাগারের ১৮ ফুট দেয়াল টপকে আসামির পালানোর চেষ্টা বোয়ালখালীতে ভেজাল আইসক্রিম ও মিষ্টির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চন্দনাইশের প্রখ্যাত চিকিৎসক ডা. নুরুল আমিনের দাফন সম্পন্ন সোনাইমুড়ীতে ধানের ফলনে খুশি কৃষক, ঘরেও তুলছেন নিশ্চিন্তে চন্দনাইশে প্রত্যাশী- সিমস প্রজেক্ট মাইগ্রেশন ফোরাম সদস্যদের “দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

বোয়ালখালীতে ঈদ উপহার হিসেবে বিনামূল্যে চাল বিতরণ

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোয়ালখালীতে ১১ হাজার ৬ শত পরিবারকে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে মানবিক সাহায্য কর্মসূচির আওতায় ওই চাল বিতরণ করা হয়।
বুধবার (১৯ মার্চ) সকালে কধুরখীল পাঠানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পৌর এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ।

সুবিধাভোগী আজম উদ্দীন বলেন, “বর্তমান বাজারে চালের দাম অনেক বেশি। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। সরকারের প্রতি আমরা কৃতজ্ঞ।”

জয়নাব খাতুন নামের একজন সুবিধাভোগী বলেন, ‘বিগত সময় ১০ কেজি চাল বললেও তার থেকে কেটে নেওয়া হত, এবার তা হয়নি। এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

সবিতা দাশ নামে আরেকজন সুবিধাভোগী বলেন, ঈদ উপহার হিসেবে এ চাল বিতরণ করা হলেও তাতে বৈষম্য করেনি প্রশাসন। আমাকেও বরাবর ১০ কেজি চাল দিয়েছে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রহমত উল্লাহ বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আমরা দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করেছি, যাতে তারা ঈদ আনন্দের অংশীদার হতে পারে। ইউনিয়ন পর্যায়ে প্রায় শেষ পর্যায়ে এ বিতরণ।”

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রায় ৩ হাজার ৩ শত পরিবার মাঝে ঈদ উপহার হিসেবে এ চাল বিতরণ করা হচ্ছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে চাল পেয়ে দুঃস্থ মানুষের মুখে হাসি ফুটবে বলে মনে করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, কো-নির্বাহী কর্মকর্তা মো নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মিনাল কান্তি ধর, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, হিসাবরক্ষক মুজিবুর রহমান,
প্রকল্প কর্মকর্তা (পিআইও) সুজন কান্তি দাশ,পৌর কর নির্ধারক শাহেদ উল্লাহ ও জামায়াত নেতা সাইদুল আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট