বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী সৃজনশীল শিক্ষা প্রতিষ্ঠান আকাশ টিউটোরিয়্যাল হোম স্কুলের বর্নাঢ্য ক্লাশ পার্টি’২০২৩ আনন্দমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) শিক্ষার্থীদের ব্যতিক্রমধর্মী বিজ্ঞান ডিসপ্লে প্রদর্শনী, নাচে-গানে উৎসবের রঙে মেতে উঠেছে আকাশ টিউটোরিয়্যাল হোম। এদিন ছিল তাদের ‘ক্লাস পার্টি’। দিনভর হৈ চৈ আর আনন্দে মেতেছিল সবাই।
বছরের পুরো সময়ে যাদের অবতীর্ণ হতে হয় পাঠ্যবই, গতানুগতিক ক্লাস আর বর্তমান সময়কার প্রতিযোগিতামূলক শিক্ষাযুদ্ধে, সেই কোমলমতি শিক্ষার্থীদের সেদিন দেখা মিলেছে অন্যরকম পরিবেশে।
সকাল ১০টা থেকে ‘ক্লাস পার্টি’ নামের এই আয়োজনকে ঘিরে আকাশ টিউটোরিয়্যাল হোমে শ্রেণিকক্ষ ও মাঠ সেজেছিল উৎসবের রঙে। নাচ, গান, অভিনয়, ও বিজ্ঞান প্রদর্শনী সহ আরো কত পরিবেশনা!
ক্লাস পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকাশ টিউটোরিয়্যাল হোম এর প্রতিষ্ঠাতা ও প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।
তিনি বলেন, ‘স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের মনন বিকাশের লক্ষ্যে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মাঝে মাঝে শিক্ষার্থী-শিক্ষক এমন মিলনমেলায় অংশ নিয়ে নিজেদের মধ্যে দারুণ এক মেলবন্ধন তৈরি করতে পারবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।’
সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম তালুকদারের সঞ্চালনায় ক্লাস পার্টিতে অন্যান্যদের মাঝে অংশ নেন বিশেষ অতিথি নাসিম হায়দার, জান্নাত সুলতানা, প্রধান শিক্ষিকা লুৎফুন নাহার বেগম প্রমুখ।
সবশেষে শিক্ষার্থী ও অভিভাবকদের দুপুরের ভূরি ভোজ করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।