1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিস মুখি সেবা গ্রহিতারা বোয়ালখালীতে মুজিব সৈনিক  সৈয়দ সরোয়ার গ্রেপ্তার সুরঙ্গের ভেতর থেকে বোয়ালখালীতে যুবলীগ নেতাকে আটক চন্দনাইশে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালী চন্দনাইশে এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন খাঁনহাট বাজারের পান ব্যবসায়ী মো. মোরশেদুল আলম চৌধুরী’র ইন্তেকাল মানুষের পাশে থাকার রাজনীতি—বোয়ালখালীতে রাস্তা মেরামতে শ্রমিকদল নেতা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন দেশের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে-আবু সুফিয়ান

বোয়ালখালীতে অর্জুন গাছের গোড়ায় ২০ দিন ধরে জ্বলছে আগুন

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরী গ্রামের এক প্রান্তে, রায়খালী খালের শেষ সীমানায় প্রায় ২০ দিন ধরে নিঃশব্দে জ্বলছে একটি শুকনো অর্জুন গাছের গোড়া। নির্জন মেঠোপথে আগুনের ধোঁয়ায় ভারী হয়ে উঠছে বাতাস। কিন্তু আশ্চর্যজনকভাবে এ দীর্ঘ সময়েও আগুন নেভানোর কোনো উদ্যোগ নেয়নি কেউ।

রবিবার (১৩ এপ্রিল) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি রেইনট্রি গাছের উপর হেলে পড়া অর্জুন গাছের গোড়ায় ধিকিধিকি আগুন জ্বলছে। গাছের চারপাশে ছাইয়ের স্তর এবং পোড়া গন্ধ স্পষ্ট। আগুন রাত হলে স্তিমিত হয়ে আসে, আবার বাতাসের তোড়ে জেগে ওঠে নতুন করে—মনে হয় যেন প্রকৃতির বুকের গভীর দীর্ঘশ্বাস।

স্থানীয় এক কৃষক বলেন, গাছের গোড়ায় আগুন লাগানো এটি মাদকসেবীদের কাজ হতে পারে।এই পথে মাদকসেবীদের আনাগোনা বেশি। তার ভাষায়, “যদি প্রশাসনের নজর পড়ে, তাহলে এই এলাকায় মাদকসেবীদের আনাগোনা কমবে।”

ধোরালা গ্রামের রিকশাচালক মোহাম্মদ আয়ুব বলেন, “সপ্তাহখানেক আগে যাত্রী নিয়ে যাওয়ার সময় দেখেছিলাম গাছটার গোড়ায় আগুন জ্বলছে। আজও আগুন নেভেনি, কেউ এগিয়ে আসেনি।”

নিয়মিত পথচারী মোহাম্মদ সেলিম জানান, “এই নির্জন জায়গায় লোকে ইচ্ছে করেই আগুন দিয়েছে। কেউ আসে না বলেই আগুন জ্বলছে দিনের পর দিন।”

আরেকজন পথচারী ফরিদুর রহমান বলেন, “প্রায় ২০ দিন ধরে আমি দেখছি,আগুন তুষে তুষে জ্বলছে। কিন্তু একবারও দেখিনি কেউ পানি ঢালতে এসেছে।”গাছটি প্রায় ৬০ হাত লম্বা হবে জ্বলতে জ্বলতে ছোট হয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট