1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জ নির্বাচন অফিস মুখি সেবা গ্রহিতারা বোয়ালখালীতে মুজিব সৈনিক  সৈয়দ সরোয়ার গ্রেপ্তার সুরঙ্গের ভেতর থেকে বোয়ালখালীতে যুবলীগ নেতাকে আটক চন্দনাইশে নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর তথ্য উপস্থাপন কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিশাল র‍্যালী চন্দনাইশে এলডিপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন খাঁনহাট বাজারের পান ব্যবসায়ী মো. মোরশেদুল আলম চৌধুরী’র ইন্তেকাল মানুষের পাশে থাকার রাজনীতি—বোয়ালখালীতে রাস্তা মেরামতে শ্রমিকদল নেতা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন দেশের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দিতে হবে-আবু সুফিয়ান

বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে যুবক, খোয়া গেল অটোরিকশা-মোবাইল-নগদ টাকা

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. মহসিন (২৯) নামে এক যুবক অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও অবস্থা সংকটাপন্ন হওয়ায় পাঠানো হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে।

রোববার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাড়ির গ্যারেজ সংলগ্ন স্থানে অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করান।

মহসিন উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোরশেদ সওদাগর বাড়ির মো. নাছেরের ছেলে।

ঘটনার বিষয়ে মহসিনের মা ফাতেমা বেগম জানান, “রোববার সকালে সাড়ে ১১টার দিকে ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় মহসিন। এরপর আর তার কোনো খোঁজ ছিল না। সন্ধ্যায় খবর পাই, হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মোবাইল, গাড়ি, মানিব্যাগ, এমনকি একটাও টাকা নেই। সব নিয়ে গেছে ওরা।”

তিনি আরও বলেন, “মহসিন নিয়মিত রিকশা চালায় না। শখ করে মাঝে মধ্যে চালায়। সে প্রায় দুই বছর বিদেশে ছিল।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাসানুল করিম বলেন, “অচেতন অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। আমরা তাকে অক্সিজেন ও নরমাল স্যালাইন দিই। প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পরও জ্ঞান না ফেরায় চমেক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট