সুমন পল্লব
হাটহাজারী( চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারী ফতেপুর ইউনিয়নে জোবরা এলাকায় বৈশালী বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত সমিতির ৬২৫ জন সদস্য ভোট প্রদন করেন।
এতে ৬টি পদের মধ্যে সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি পদে বিনাপ্রতিদন্ধতা নির্বাচিত হলেও সভাপতি পদে বিশ্বজিৎ বড়ুয়া ২৬৯ ভোট অর্থ সম্পাদক সেবু বড়ুয়া ২৮০, বিটন বড়ুয়া ২৯২ ও নিবাশ বড়ুয়া ১১১ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়।
উপজেলা সমবায় কার্যলয়ের কর্মকর্তা বিজয় কৃষ্ণ নাথের নির্দেশনায় সহ:পরিদর্শক মো: খালেদ,টিটন দাশ গুপ্ত নির্বাচন পরিচালনা করেন।