রিপোর্ট: মোঃ ইউসুফ
রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেতছড়ি গ্রামের জামে মাসজিদে দীর্ঘ ৬ বৎচর ইমামতি করে বিদায় নিয়েছেন,খতিব আলহাজ্ব কাজি মাওলানা নুর মোহাম্মদ
তার বিদায়কে স্মরণীয় করে রাখলেন,বেতছড়ি জামে মসজিদের পরিচালনা কমিটি ও এলাকার মানুষ।
আজ (১১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর নামাজ শেষে বেতছড়ি মসজিদ প্রাঙ্গণে ইমামের সম্মানে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়,বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ইমামকে দেওয়া হয় হাদিয়া ও উপহার সামগ্রী। খতিব আলহাজ্ব কাজি মাওলানা নূর মোহাম্মদ’র বিদায় উপলক্ষে সংবর্ধনার অয়োজন করেনে সাবেক ও বর্তমান কমিটি ও এলাকাবাসী।
আলহাজ্ব কাজি মাওলানা নুর মোহাম্মদ রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের নেজামশাহ পাড়া গ্রামের মরহুম ফজল আহমদের ছেলে।
বেতছড়ি সমাজের বয়োজেষ্ঠ্য ময়মুরুব্বীদের নিয়োগের মাধ্যমে দীর্ঘ ৬ বছর অত্র এলাকার মানুষের সাথে নিবিড় সুসম্পর্কের মাধ্যমে হুজুর তার দায়িত্ব পালন করে গেছেন।খতিব ও মুয়াজ্জিন মোঃ সেকান্দর কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মসজিদ কমিটির সকল নেতৃবৃন্দসহ এলাকার মুসলিরা উপস্থিত ছিলেন।