1. info@www.dainikdeshbarta.com : bissho sangbad Online : bissho sangbad Online
  2. info@www.dainikdeshbarta.com : Dainik Desh Barta :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:৫২ অপরাহ্ন

বৃষ্টি কামনায় চাঁপাইনবাবগঞ্জে ইস্তিসকার নামাজ আদায়।

  • প্রকাশিত: বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩৫৫ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বৃষ্টির জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। ২২ এপ্রিল (বুধবার) সকালে
স্থানীয় মুসল্লিদের উদ্যোগে উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে বিশেষ এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শাহবাজপুর এলাকার শতশত মুসল্লি, শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ নামাজে অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর এলাকার মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এবং দেশে চলমান তীব্র তাপদাহে মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে ও জনজীবন বিপর্যস্ত। যার কারণে বৃষ্টি চেয়ে প্রার্থনা করে এই বিশেষ নামাজ আদায় করেছেন।
তারা আরও বলেন, এর আগেও এভাবে নামাজ আদায়ের পর বৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মাওলানা হুমায়ুন কবির বলেন, ১০ রমজানের পর থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকে। এ অবস্থায় মাঠে কৃষিকাজ, মসজিদে ইবাদত-বন্দিগী, সাংসারিক কাজসহ সব কষ্টসাধ্য হয়ে পড়ে। এর থেকে উত্তরণ ও বৃষ্টি প্রার্থনা করে নামাজের আয়োজন করা হয়। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য মার্চ মাসের মাঝামাঝির পর থেকে এখন পর্যন্ত বৃষ্টির দেখা নেই শিবগঞ্জে। বর্তমানে শিবগঞ্জে তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট