শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
বৃষ্টির জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইস্তিসকার নামাজ আদায় করা হয়েছে। ২২ এপ্রিল (বুধবার) সকালে
স্থানীয় মুসল্লিদের উদ্যোগে উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গনে বিশেষ এ নামাজ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শাহবাজপুর এলাকার শতশত মুসল্লি, শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ নামাজে অংশ নেন। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর এলাকার মাওলানা মোহাম্মদ হুমায়ুন কবির।
নামাজে অংশ নেওয়া মুসল্লিরা বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় এবং দেশে চলমান তীব্র তাপদাহে মাঠের ফসল নষ্ট হয়ে যাচ্ছে ও জনজীবন বিপর্যস্ত। যার কারণে বৃষ্টি চেয়ে প্রার্থনা করে এই বিশেষ নামাজ আদায় করেছেন।
তারা আরও বলেন, এর আগেও এভাবে নামাজ আদায়ের পর বৃষ্টি হয়েছে।
এ বিষয়ে মাওলানা হুমায়ুন কবির বলেন, ১০ রমজানের পর থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকে। এ অবস্থায় মাঠে কৃষিকাজ, মসজিদে ইবাদত-বন্দিগী, সাংসারিক কাজসহ সব কষ্টসাধ্য হয়ে পড়ে। এর থেকে উত্তরণ ও বৃষ্টি প্রার্থনা করে নামাজের আয়োজন করা হয়। এ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে বৃষ্টি কামনা করছি।
উল্লেখ্য মার্চ মাসের মাঝামাঝির পর থেকে এখন পর্যন্ত বৃষ্টির দেখা নেই শিবগঞ্জে। বর্তমানে শিবগঞ্জে তাপমাত্রা প্রায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।