পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- পটিয়া আওয়ামী রাজনীতির দুঃসময়ের কান্ডারী, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক, খরনা ইউনিয়ন পরিষদের ২০ বছরের অধিক সময়কালের নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ কে এম আবদুল মতিন চৌধুরী চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য মনোনীত হয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি ও পটিয়া উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আ.লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি ৩ অক্টোবর নিশ্চিত করেন এবং এসংক্রান্ত বিষয়ে একটি চিঠি দিয়ে এ. কে. এম.
আবদুল মতিন চৌধুরী’কে অবহিত করেন। এদিকে এ কে এম আবদুল মতিন চৌধুরী’কে দক্ষিণ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মনোনীত করায় প্রানঢালা অভিনন্দন জানান বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।