অরুন নাথ,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
আজ ১৬ ডিসেম্বর। বাঙালির জীবনে হিরকখচিত সহস্র বছরের আকাঙ্ক্ষিত বিজয়ের দিন। ১৯৭১ সালের এই দিনেই স্বাধীনতা সংগ্রামে বিজয় লাভ করে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে ‘বাংলাদেশ’ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের। তাই এই দিনে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পটিয়া ৫নং ওয়ার্ড থেকে আওয়ামী যুবলীগ ও ছাএলীগ সংগঠিত একটি আনন্দ র্যালির আয়োজন করা হয়।
শনিবার সকাল ১১ টায় ছাএলীগ নেতা ইনামুল হাসান ইমু, তৌফিকুল ইসলাম তৌফিক, জামশেদ উদ্দীন রাসু এর নেতৃত্বে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি পটিয়া ৫নং ওয়ার্ড থেকে শুরু করে পটিয়া শহরের প্রধান সড়ক ঘুরে পটিয়া উপজেলার অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানায়।
বিজয় র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাএলীগ নেতা ইনামুল হাসান ইমু, তৌফিকুল ইসলাম তৌফিক, জামশেদ উদ্দীন রাসু।
ছাএলীগ নেতা ইনামুল হাসান ইমু বলেন, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস- বাঙালি জাতির আত্মগৌরবের দিন। এই মহান দিনে বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাঁথা গণবীরত্বে পরাধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। ইমু আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো বাংলাদেশকে একটি দারিদ্র্য ও খোদা মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা। তার স্বপ্নকে বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লায়ন মোঃ আবু ছালেহ্ সম্পাদিত ও হাজী জসিম উদ্দিন প্রকাশিত