অরুন নাথ,পটিয়া প্রতিনিধিঃ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পটিয়ার বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন ও সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম খাঁনের বিদায় উপলক্ষে এক সংবর্ধনা সভা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
গতকাল বুধবার(১৯শে অক্টোবর)সকাল ১১টার দিকে পটিয়ার বিউবো কার্যালয়ে উচ্চমান সহকারী কামরুল হাসান বাব এর সঞ্চালনায় অনুষ্টিত সভা বিদায়ী অতিথি বিউবো নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি বিউবো সহকারী প্রকৌশললী জাহাঙ্গীর আলম খাঁন,উপ-বিভাগীয় প্রকৌশলী প্রণয় আচার্য্য,আবাশিক প্রকৌশলী নয়ন কুমার দাস,আরাফাত হোসাইন,সহকারী প্রকৌশলী আবুল হাসেম,ইমরান হোসেন,নুর আলম,রাশেদুজ্জামান সরকার,রাজ কুমার মন্ডল,জসিম উদ্দিন,মিজানুর রহমান মন্ডল,খন্দখার মাহমুদ রাসেল,পরান সূত্রধর,নাজিম উদ্দিন বাহাদুর,ইউসুপ নবী টিপু,বেলাল উদ্দিন চৌধুরী,জাকির হোসেন,সাফায়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য সভা শেষে বিদায়ী প্রকৌশলীদের মাঝে কর্মকর্তা,কর্মচারীদের পক্ষ থেকে পুস্পিত বিদায়ী শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা স্মারক প্রদান করা হযেছে।