আভ্যন্তরীণ টার্মিনাল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বার্ডস আই বার্ডস আই হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিস এবং ইউনিয়ন অফ এসএসসি ৯৪ বাংলাদেশের সাথে চুক্তি সম্পাদিত। শনিবার আভ্যন্তরীণ টার্মিনাল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বার্ডস আই এর নিজস্ব অফিস চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তির ফলে দেশব্যাপী ইউনিয়ন অফ এসএসসি 94 ব্যাচের সদস্যরা হেলিকপ্টার ভাড়ার এজেন্সী যেমন বিয়ের ভাড়া, ওয়াজের ভাড়া, প্রবাসী পরিবহন, রোগী পরিবহন ( এয়ার এম্বুলেন্স), বায়ার পরিবন, জরুরী যাত্রী পরিবহনসহ হেলিকপ্টার জয় রাইড ইত্যাদি এজেন্সী ব্যাবসা করতে পারবেন। একইসাথে বার্ডস আই এর নিজস্ব এয়ার টিকেটিং দ্বারা এজেন্টদেরকে আয়ের সুযোগ করে দিবে এবং টুরিজ্যম ও অন্যান্য ভবিষ্যতে সৃষ্ট আরো ব্যবসায় এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ দিবে। এছাড়াও গ্রুপের সকল সদস্যর পরিবার স্ত্রী-সন্তান, বাবা-মা হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসেসসহ এয়ার টিকেটিং, টুরিজ্যম খাতসহ সকল বিষয়ে বার্ডস আই প্যাকেজ ব্যতিত অতিরিক্ত 5% সুবিধাধী পাইবে।
যৌথ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বার্ডস আই হেলিকপ্টার এন্ড এয়ার সার্ভিসের সিইও মোঃ রাজীব মাহমুদ ইউনিয়ন অফ এসএসসি ৯৪ এর প্রধান সমন্বয়ক আমিনুল ইসলাম রানা চুক্তিতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন গ্রুপের ফাউন্ডার ও নির্বাহী সদস্য মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য জিয়াউর রহমান, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম, সাতক্ষীরার জেলা গর্ভনর মিজানুর রহমান, নেত্রকোনার জেলা গর্ভনর ওমর ফারুক উজ্জল, নরসিংদীর জেলা গর্ভনর মাসুদ রানা নয়নসহ প্রমুখ।