বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদ্রাসা এক বিরল ও সম্মানজনক সুযোগ হয়েছিল বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদ্রাসা ও দারুস্ সুন্নাহ মডেল মাদ্রাসার উন্নয়ন সদস্য সম্মেলনে উপস্থিত থাকার। দাওয়াত গ্রহণ করে যখন মাদ্রাসায় পা রাখি, তখন থেকেই এক আন্তরিক পরিবেশের অনুভূতি আমাকে আবৃত করে। মাদ্রাসার মুহতামিম জনাব মাওলানা আনোয়ার হোসেন সাহেব এবং শিক্ষকমণ্ডলী আমাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে যে উষ্ণ অভ্যর্থনা প্রদান করেন, তা ছিল হৃদয়গ্রাহী।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সুযোগ পেয়ে এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণ করতে পেরে আমি গভীর কৃতজ্ঞতা অনুভব করি। এই সম্মান আমার জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস। মাদ্রাসার শিক্ষাব্যবস্থা এবং দ্বীনি পরিবেশ প্রত্যক্ষ করে আমার মুগ্ধতা আরও বেড়ে যায়। যেখানে ৪০০-এরও অধিক শিক্ষার্থী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে, সেই প্রতিষ্ঠান নিঃসন্দেহে একটি আলোকিত ভবিষ্যতের প্রতীক।
মাদ্রাসার পরিচালনা, শিক্ষার মান এবং শিক্ষকদের আন্তরিকতা দেখে আমি অত্যন্ত আশাবাদী যে এই প্রতিষ্ঠান ভবিষ্যতে আরও উন্নতি করবে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি, তিনি যেন এই মাদ্রাসাকে তাঁর অশেষ রহমত ও বরকত দ্বারা সমৃদ্ধ করেন। মাদ্রাসার নিজস্ব ভূমি এবং স্থায়ী ভবন নির্মাণের জন্য আমি বিশেষ দোয়া করছি।
মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীদের জন্য আল্লাহর নিকট বিশেষ দোয়া যে, তিনি তাদের জীবনে বরকত দান করুন এবং তাদের প্রচেষ্টাকে কবুল করুন।
আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে দ্বীনি শিক্ষার দিক থেকে একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করুন এবং এখান থেকে যেন বহু আলোকিত মানুষ তৈরি হয়।
মোহাম্মাদ জাফর উদ্দিন ভূঁইয়া
ম্যানেজার, ফার্স্ট আবুধাবী ব্যাংক
উপদেষ্টা: কলম একাডেমী লন্ডন, তা’লীমুননিছা মহিলা মাদ্রাসা, তা’লীমুদ্দীন হাফিজুল উলুম মাদ্রাসা ও হেফজখানা, এবং দারুস্ সুন্নাহ মডেল মাদ্রাসা