বান্দরবানে সিটিজি ব্লাড ব্যাংক ও সিবিবি ফাউন্ডেশনের উদ্যেগে নওমুসলিমদের ইফতার বিতরণ করা হয়েছে। শনিবার জেলার আলীকদম উপজেলার দূর্গম পাহাড়ি অঞ্চল থানচি রোড ১১কিলো: নও মুসলিম পাড়ায় সতেরটি (১৭) ও রোয়াংছড়িতে আট (০৮) নওমুসলিম পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের দায়িত্বশীল সোহেল ইব্রাহিম ও তোফা।
উল্লেখ্য, রমজানের শুরু থেকেই একশত বিশ (১৪০) পরিবারে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে আসছে।